আহত-নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না নির্বাচন সংস্কার কমিশন

আহত-নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না নির্বাচন সংস্কার কমিশন

বাংলাকণ্ঠ রিপোর্ট:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ছাত্র আন্দোলনে আহত-নিহতদের আত্মত্যাগ বৃথ যেতে দেবো না।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার সম্পর্কে তোমাদের মতামত চাই। স্থানীয় সরকার সংস্কার সম্পর্কেও আমরা তোমাদের কথা শুনতে চাই।
তিনি বলেন, জুলাই-আগস্টে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। সেজন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নবাগত কমিশনকে অবগত করা হবে। তারুণ্যের উচ্ছ্বাস যে শুরু হয়েছে, তা শেষ হবে। আমরা তোমাদের সঙ্গে আছি, এ অঙ্গীকার করছি। আমরা আহত-নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।
কমিশন সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে স্বত্ব আছে। ভালোও আছে, খারাপও করে। খারাপ স্বত্ব ফ্যাসিস্ট করে তোলে। আমরা সো থেকে মু্ত হবো। সবার মধ্যে আত্ম জিজ্ঞাসা থাকতে হবে। আমরা সংস্কার কমিশন। আপনাদের, জনগণের মতামত নিয়ে একটা সিস্টেমের কথা সরকারকে বলবো। বাস্তবায়ন আমরা করবো না। প্রস্তাব দেওয়ার পর বাস্তবায়ন হলো কিনা সেটা নিয়ে কোনো একদিন আবার আপনাদের সঙ্গে বসবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তালুকদার বলেন, আমাদের দেশে দেড় কোটি প্রবাসী ভোটার রয়েছে যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত। তাদের কীভাবে ভোটের আওতায় নিয়ে আসা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের আমরা ভোটের আওতায় নিয়ে আসার চিন্তা করতে পারি।
অন্য আরেক শিক্ষার্থী বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে আমার পরামর্শ থাকবে, এ দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের পরও সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চান সেক্ষেত্রে আমরা পরামর্শ দেবো নির্বাচন কমিশন কিন্তু আমরা ভেঙে দেব। আমাদের মধ্যে কিন্তু গণঅভ্যুত্থানের যে চেতনা, বিপ্লবী যে চেতনা, সেটা কিন্তু এখনো আছে।
এ সময় শিক্ষার্থীরা মনোনয়ন বাণিজ্য বন্ধের ব্যাপারে সুপারিশকরণ, কোনো ডামি নিবাচন নয়, না ভোট রাখা, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টসহ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, পোস্টাল ভোট, স্থানীয় রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচনের সুপারিশ করেন।
এএ/

Share your comment :