ঢাকায় আকিজ ফ্যানের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাকণ্ঠ রিপোর্ট:
ঢাকা বিভাগের সব পরিবেশকদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আকিজ ফ্যানের পরিবেশক সম্মেলন। ঢাকার পুরানা পল্টনে একটি অভিজাত হোটেলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের অন্যতম উত্তরাধিকারী শেখ আজিজ উদ্দিন প্রতিষ্ঠিত ‘আকিজ অ্যান্ড আজিজ হোল্ডিংস’র অন্যতম কনসার্ন আকিজ ইলেক্ট্রো ইন্ডাস্ট্রি লি. এর আকিজ ফ্যানের পরিবেশক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ‘সাধারণ ফ্যানের দিন শেষ, আকিজ ফ্যানেই বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে আকিজ অ্যান্ড আজিজ হোল্ডিংসের ব্র্যান্ড ও মার্কেটিং ম্যানেজার মো. তানজির আলমের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ অ্যান্ড আজিজ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক শেখ আজিজ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সামসা সাদিয়া আজিজ, পরিচালক শেখ আবরার উদ্দিন, কোম্পানির উপদেষ্টা মোহাম্মদ আজিজুল হক, জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, হেড অব সেলস এসএম শাহজাহান, সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. সাজ্জাদ আকরাম
সম্মেলনে বক্তরা আকিজ ফ্যানের বিভিন্ন সুবিধাগুলো উল্লেখ করে বলেন, ‘বাতাসের পরিমাণ বেশি রেখে, অন্যদের তুলনায় কম ওয়াটে একটি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান আমরা বাজারে নিয়ে এসেছি। আমাদের রিসার্চ টিমের মাধ্যমে আমরা মার্কেটের অন্যান্য ফ্যানের সাথে তুলনা করে নিজেদের ফ্যানকে পর্যালোচনা করছি এবং আমাদের পণ্য কেমোডিফাই করছি।’
আকিজ ফ্যানের সুবিধা নিয়ে তারা আরও বলেন, ‘আকিজ ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজ’র সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান তৈরি করছে; যা শতভাগ বিদ্যুৎ সাশ্রয় করবে। এছাড়াও এই ফ্যানে থাকছে ৭বছরের গ্যারান্টি।
বক্তব্যের এক পর্যায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আকিজ অ্যান্ড আজিজ হোল্ডিংস-এর অধীনে আকিজ এফএমসিজি, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., আকিজ এক্সপিডিশন্স লি., আকিজ বিল্ডটেক, আকিজ গ্যাস এবং এলপিজি স্টেশন, আকিজ ওয়াইল্ড লাইফ নামক আরো সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; যারা সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সর্বশেষে পরিবেশক সম্মেলনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা ফ্যান নিয়ে কাজ করছেন, তাদের নিকট আকিজ ফ্যান একটি আস্থার নাম।’
তিনি বলেন, ‘আমার বাবা মরহুম শেখ আকিজ উদ্দিন, আকিজ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কখনই পণ্যের মানে আপস করেননি। আমরাও সেই জায়গাটি ধরে রাখার চেষ্টা করছি।’
সম্মেলনে ঢাকা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা থেকে আগত প্রায় দেড় শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন। পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশক সম্মেলনটির সমাপ্তি হয়।
এএ/
Share your comment :