যুক্তরাষ্ট্রে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাকন্ঠ রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যেগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি (ভার্চুয়ালী) ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন বলে তিনি বাংলাদেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন।
তিনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জিয়াউর রহমান সততা, মেধা এবং দক্ষতাকে প্রাধান্য দিয়েছিলেন। উনার ১৯ দফা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি।
স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। স্বৈরাচার শেখ হাসিনা খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে প্রেরণ করলেও তিনি গণতন্ত্রের স্বার্থে স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি।
রিপন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তুলে ধরে বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তিনি দীর্ঘ ১৫ বছর যে আন্দোলন, সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তারই ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে অর্šÍবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেছে।
সবার শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাওলানা ওমর ফারুক পবিত্র কুরআন তেলাওয়াত এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও সদ্য হওয়া জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম- যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উদযাপন কমিটির সদস্য সচিব ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জুনায়েদ আল জাফরির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ হোসেন সবুজ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share your comment :