হবিগঞ্জের সাবেক মেয়র সেলিম গ্রেপ্তার
বাংলাকণ্ঠ রিপোর্ট:
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-২ ও র্যাব-৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, র্যাব আতাউর রহমান সেলিমকে পুলিশে হস্তান্তর করলে হবিগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান সেলিম আসামি।
এএ/
Share your comment :