যুদ্ধবিরতি, ফের তীব্র হামলার প্রস্তুতি

ছবি: সংগৃহীত

টানা ১২ ঘন্টা বন্ধ থাকার পর ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঠুনকো অভিযোগ এনে ইরানে ফের তীব্র আকারের হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইসরাইল। তেল আবিব বলেছে, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলে। তবে ইরান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরানে তীব্র আক্রমণের নির্দেশ দিয়েছেন। আইআরআইবি  সম্প্রচার মাধ্যম এবং আইএসএনএ বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে ইসরাইলি মিডিয়া রিপোর্টে জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণান্ত্র আকাশে নিষ্ক্রিয় করেছে ইসরাইলের সেনাবাহিনী। টাইমস অব ইসরাইল রিপোর্টে বলেছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন, তেহরান কেঁপে উঠবে।