
এনবিআরে বিপর্যস্ত অর্থনীতি
- ২৬ জুন ২০২৫, ২১:৩৪

কিছুতেই স্বাভাবিক হচ্ছেনা দেশের রাজস্ব আদায়ের প্রধান চালিকাশক্তি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১২ মে সংস্থাটিকে সংস্কারের নামে বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চলমান আন্দোলন, সংগ্রামে উত্তাল অবস্থা বিরাজমান থাকায় স্থবিরতার কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি।
জানা গেছে, টানা কয়েকদিন কলম বিরতির পর আগামী শনিবার 'মার্চ টু এনবিআর' ঘোষণা করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সারা দেশে স্বতস্ফুর্তভাবে এনবিআর এর আওতাধীন সকল অফিস কার্যত অচলাবস্থায় রয়েছে।
সূত্র জানায়, মূলত এনবিআর সংস্কারের জন্য সরকার গঠিত কমিটির সুপারিশকে পাশ কাটিয়ে মাঝরাতে সরকার অধ্যাদেশ জারী করে। সেখান থেকেই শুরু হয় সঙ্কট।এনবিআর কর্মকর্তারা আশঙ্কা করছেন এর মাধ্যমে রাজস্ব ক্যাডারের স্বার্থ সংকুচিত হয়ে অন্য ক্যাডারের কর্মকর্তারা এনবিআর এ প্রভাব বিস্তারের সুযোগ পাবে। যার ফলে এনবিআর তার স্বকীয়তা হারাবে বলে আশংকা করছেন রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা।
এনবিআর কর্মকর্তারা অভিযোগ করেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এনবিআর সংস্কারের জন্য কমিটি গঠন করা হলেও যখন অধ্যাদেশ জারী হয় তখন সংস্কার কমিটির কোন সুপারিশ গ্রহণ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা বলেন, অর্থ উপদেষ্টার পুত্র যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার দেয়া সুপারিশ কেবল অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়েছে।
এনবিআরে অচলাবস্থা চলায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা নির্দিষ্ট সময়ে মালামাল খালাস করতে না পারলেও তাদের জরিমানা গুনতে হচ্ছে।
এদিকে এনবিআর এই অচলাবস্থা ঠেকাতে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান তাঁর অধীনস্থ কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যার স্বপক্ষে নানা দলিলাদি এনবিআর কর্মকর্তারা সাংবাদিকদের প্রদান করেন। যা বাংলা কন্ঠের কাছেও এসেছে। সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানকে বিগত সরকারের সুবিধাভোগী আমলা হিসেবে চিহৃিত করে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে অবাঞ্চিত ঘোষণা করেছেন আন্দোলনরতরা।
তাদের দাবি, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (যার ছয়জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে) তালিকায় ৩ নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করছেন। তিনি ঐক্য পরিষদ কর্তৃক 'কেমন এনবিআর চাই' শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আয়োজনে বাধা, বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধনের বিরোধী-মনোভাবসম্পন্ন এনবিআরের সদস্যদেরকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা, ঐক্য পরিষদের কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয়-ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি-ধামকি প্রদান, কর্মসূচিতে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেওয়া পাঁচজন আয়কর কর্মকর্তাকে যোগদানকাল না দিয়ে ঢাকার বাইরের দপ্তরে স্ট্যান্ড রিলিজ অব্যহত রাখছেন।
এসবের প্রতিবাদে গত ২৩ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে দিনের একটা সময় কলম-বিরতি ও অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন।
এরই ধারাবাহিকতায় এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামীকাল শুক্রবারের মধ্যে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন শনিবার থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এদিন সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে 'মার্চ টু এনবিআর' পালিত হবে।
যোগাযোগ করা হলে এনবিআর'র চেয়ারম্যান আব্দুর রহমান খান এসব অভিযোগ অস্বীকার করেন।