বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার

(বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

 

বলা নাই, কওয়া নাই। হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

সরকারি কাজে কক্সবাজারে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

মঞ্জুর কবীর ভুঁইয়া আজ কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় যোগ দেন। কর্মশালার পর কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।