এম এ হাশেম রাজুকে আইএইচআরসির বাংলাদেশের প্রেসিডেন্ট পদে পুন:নিয়োগ

আর্ন্তজাতিক মানবাধিকার কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে এম এ হাশেম রাজুকে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার আইএইচআরসির আইএনটি৮৩৯/৮৯৪৫বি রেফারেন্সের এক চিঠি দিয়ে তাকে পুননিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। 

চিঠিতে বাংলাদেশে মানবাধিকারের প্রতি এমএ হাশেম রাজুর নিষ্ঠা, অঙ্গীকারের স্বীকৃতি তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসকে হুমকি প্রদানকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজুর নির্ভীক আইনি পদক্ষেপ ন্যায়বিচার ও সততার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে বলেও উল্লেখ করা হয়েছে বলে আইাএইচআরসির গণমাধ্যম বিষয়ক পরিচালক বিপ্লব পার্থের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য এম এ হাশেম রাজু আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আইএইচআরসি’র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. জিনুবধি ভিক্ষু, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, প্রফেসর ড. এম এ গফুর, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, আইএইচআরসি’ নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, প্রফেসর মো. ইকবাল হোসেন, প্রফেসর ড. আক্তার হোসেন, আইনজ্ঞ মো. আব্দুল মমিন চৌধুরী, ব্যারিস্টার পারভেজ আহমেদ, গোলাম সরোয়ার খান, এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, সোনিয়া সরোয়ার খান, এ্যাড. মোহাম্মদ আলী, এ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান অভিনন্দন জানিয়েছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।