
ডিএসই’তে জিয়াউলের অবসান; সিটিও পদে নতুন মুখ
- ০৩ জুলাই ২০২৫, ১৪:১৫

অবশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে জিয়াউল করিমের রাজত্বের অবসান ঘটল। নানান আলোচনা-সমালোচনার পর বুধবার সরকার তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার পরিবর্তে ড. মো. আসিফুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) তিনি ডিএসইতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্ন ঘটায় ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত ৮৪৩তম কমিশন সভায় তৎকালীন প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তার পর থেকে ডিএসইতে ভারপ্রাপ্ত সিটিওর মাধ্যমে প্রযুক্তিগত কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র আসিফুর রহমান। ১৯৯৪ সালে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন তিনি।
বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করেন আসিফুর রহমান। তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসির সিটিও হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাপানের স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনসের হেড হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব তৈরি করেন তিনি।
এ ছাড়া ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এলএসআই রিসার্স সেন্টারের রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন আসিফুর রহমান।