
বান্দরবানে সেনা অভিযান নিয়ে যা জানাল আইএসিপআর
- ০৩ জুলাই ২০২৫, ১৩:০৩

বান্দরবানের রুমা উপজেলার এক দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে পরিচালিত অভিযানে কেএনএ-এর কমান্ডারসহ দুইজন নিহত হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযান এখনও চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।