আবুধাবিতে বাংলাদেশির বাজিমাত!

আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্র-তে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতে বসবাস করেন।

গালফ নিউজ জানিয়েছে, এটি বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট। তবে ড্র-এর উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোন কলের মাধ্যমে বেলালের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়নি। তাঁর বিজয়ী টিকিট নম্বর ছিল ০৬১০৮০, যা তিনি গত ২৪ জুন কিনেছিলেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত ২৭৫ নম্বর ড্র সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। এ ছাড়া, সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার জয়ীদের মধ্যে ছিলেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী।