বিপিএলে বিক্রি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানেই কুমিল্লা ভক্তদের জন্য এলো এক আনন্দের খবর। বিপিএলে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে ইতোমধ্যেই বেশ কিছু বড় প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি, তবে বোর্ড সূত্রে জানা গেছে— কুমিল্লার বিশাল সমর্থন ঘিরে নজর কাড়ছে অনেক বড় ব্যবসায়িক গ্রুপের। বিসিবি যখন দল নেওয়ার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) আহ্বান করবে, তখন তারা কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

উল্লেখ্য, ২০১২-১৩ ও ২০১৫ সালের আসর বাদে বিপিএলের মোট ১১টি আসরের মধ্যে ৮ বারই কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে। বিশেষ করে “কুমিল্লা ভিক্টোরিয়ান্স” নামেই দলটি বিপিএলে দারুণ জনপ্রিয়তা পায় এবং কয়েকবার শিরোপাও জেতে।

এবার বিসিবি পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেওয়ার পরিকল্পনায় থাকায়, ভক্তরা জোর আশা করতেই পারে— "কুমিল্লা" নামে একটি দল আবারও ফিরছে বিপিএলে!