
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পরও বাতিল হতে পারে যেসব কারণে
- ০৭ জুলাই ২০২৫, ১৩:৩২

ভিসা পাওয়ার পর অনেকেই মনে করেন আর কোনো চিন্তা নেই। তবে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া মানেই আর কোনো ঝামেলা নেই- বিষয়টি এমন নয়। কারণ, ভিসা পাওয়ার পরও প্রার্থীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া চলমান থাকে। এ অবস্থায় যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে।
আজ সোমবার (০৭ জুলাই) সকালে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত।
পোস্টে আরও বলা হয়, মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না — যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে।
প্রসঙ্গত, ভিসার অপব্যবহার রোধে দেশটি এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।