
অর্থনীতিতে আশার ঝলক: তৃতীয় প্রান্তিকের ইতিবাচক ধারা
- ০৮ জুলাই ২০২৫, ১১:১১

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরের একই প্রান্তিকে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।
সোমবার (৭ জুলাই) এই প্রান্তিক জিডিপির পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে গড় জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা।
কৃষিতে প্রবৃদ্ধি কমেছে
২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে এই খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ ও ১.২৫ শতাংশ, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ। চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৯১ শতাংশ
শিল্পখাতে উর্ধ্বমুখী
এ সময়ে শিল্পখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই হার ছিল ২.৪৪ ও ৭.১০ শতাংশ, যেখানে আগের বছর ছিল যথাক্রমে ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।
সেবা খাতেও উন্নতি
সেবা খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা হয়েছে ৫.৮৮ শতাংশ হারে, আগের বছরের একই সময়ে এটা ছিল ৪.৩১ শতাংশ।