
জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ'র বৃক্ষরোপণ
- ১৪ জুলাই ২০২৫, ২১:১৭

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় অফিস।
সোমবার জুলাই গণঅভ্যুথানে সকল বীর শহীদের স্মরণে নগরীর নতুন পাড়াস্থ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কম্পাউন্ডের খালি জায়গায় ফলজ ও বনজ মোট ৩৬ টি গাছ লাগানো হয়।
বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক রায়হানা আকতার উর্থিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।