
প্রথমবার নিলামে ডলার ক্রয়: কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে বড় প্রভাব
- ১৫ জুলাই ২০২৫, ১৩:১৬
-11528.jpg)
বাংলাশে ব্যাংকের ঐতিহাসিক নিলামের মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলোর কাছ থেকে বেশি দামে ডলার ক্রয় করে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কার্যত মার্কেট ফ্লোর তুলে দিয়েছে। এর পর সোমবার এক দিনেই মুদ্রাটির দাম ১.৮ টাকা পর্যন্ত বেড়েছে।
গত রবিবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে প্রথমবারের মতো ডলার কেনে। এদিন ১২১.৫০ টাকা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে আগের দিনের ১১৯ টাকা থেকে বাড়িয়ে ১২০.৮০ টাকা পর্যন্ত দাম দিয়েছে।
ব্যাংকাররা বলছেন, গত সপ্তাহে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ার জেরে নিলামে বেশি দামে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বেশি রেট দিয়ে ডলার কিনে বাজারে দাম বাড়ানোর সিগন্যাল দেয়।
সোমবার কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। তবে বাজারে রোববারের নিলামের প্রভাব ছিল স্পষ্ট, কারণ ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে দর বাড়িয়ে দেয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ বলেন, 'আমরা বাজার থেকে কী পরিমাণ ডলার কিনব, তা এখনও নির্দিষ্ট করিনি। আমরা প্রতিদিন হস্তক্ষেপ করব না—বাজার পরিস্থিতি অনুযায়ী যখন প্রয়োজন মনে করা হবে, তখনই এভাবে অকশনের মাধ্যমে ডলার কিনব।'