বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ; কী চান তারা?

বৃষ্টি

টানা ১৪ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের ১ দফা দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে দেশের সব ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো।

সরেজমিনে আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে তিনটি মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এদিকে, দীর্ঘ সময় ধরে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থায় রয়েছে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ক্যাম্পাস।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “স্বাধীন দেশের চিকিৎসা শিক্ষায় আমরা এখনো পরাধীন নীতির শিকার। বারবার প্রতিশ্রুতি দিয়ে আজ পর্যন্ত কাউন্সিল গঠন করা হয়নি। আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না, আমরা আইনি স্বীকৃতি ও পেশাগত মর্যাদা চাই। এই আন্দোলন কোনো একক কলেজের নয়, এটা আমাদের চিকিৎসা পদ্ধতির অস্তিত্ব রক্ষার আন্দোলন।”