
আরো ৬ দেশে চালু হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন
- ১৫ জুলাই ২০২৫, ২১:৫২
-11553.jpg)
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভূক্ত করে জাতীয় পরিচয়পত্র প্রদান করতে জাপান, যূক্তরাষ্ট্র সহ আরও ৬ টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এর মধ্যে জাপানে চলতি জুলাই মাসেই নিবন্ধন কার্যক্রম কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্র সহ অন্য ৫ টি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ পর্যন্ত নয়টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন, যারমধ্যে ১৭ হাজার ৩৬৭ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলমান থাকা ৯ টি দেশের প্রবাসী বাংলাদেশীগণ এসব আবেদন করেছেন।
তিনি বলেন, জাপানে কার্যক্রম শুরুর বিষয়েই আগেই সম্মতি পাওয়া গিয়েছিল। বর্তমানে নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। এসব দেশে ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজ চলছে।
তিনি আরও জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা এই ৯ টি দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জাপানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং এ মাসের মধ্যে নিবন্ধন শুরু হবে।