অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমবার শেয়ারবাজারে বাজিমাত

শেয়ার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (১৭ জুলাই) দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৩৪ কোটি টাকা।

অন্তর্বর্তী সরকারের আমলে চলতি বছরে এই প্রথমবার লেনদেনের পরিমাণ ৭০০ কোটির ঘরে পৌঁছাল। একই সঙ্গে এটি গত প্রায় সাড়ে আট মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হিসেবে রেকর্ড হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা বিরাজ করছে। যার ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর ঢাকার বাজারে ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের পাশাপাশি গত তিন মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বুধবার এ সূচক ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৭ পয়েন্টে। 

এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দাম।