
অভিনব প্রতিবাদ: সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা
- ২০ জুলাই ২০২৫, ১৫:৫৫

রংপুর নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই বড় বড় গর্তে পড়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দীর্ঘ সময়েও সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
এই পরিস্থিতিতে রোববার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে সাতমাথা রেল গেট এলাকায় অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তারা সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা পড়েন।
এতে অংশ নেন সাতমাথার বাসিন্দা ও স্থানীয় কয়েকজন যুবক। প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন তারা
সরেজমিনে দেখা যায়, প্রশস্ত এই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। আবার কোথাও ধুলার ঝড় অসহনীয় হয়ে উঠেছে।
রিকশা, অটোরিকশা ও ভ্যানচালকরা বলছেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, আর যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বারবার।
স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন শহরের মধ্যে থাকলেও রাস্তার অবস্থা দেখে মনে হয় ইউনিয়নের ভাঙা রাস্তা দিয়ে চলছি। এ নিয়ে বহুবার সিটি কর্পোরেশনকে বলার পরেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠছেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ‘পুরো সিটি এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা হয়ে গেছে। এজন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।’