ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ারবাজার

শেয়ারবাজার

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) লেনদেন চলছে সূচক বৃদ্ধির মাধ্যমে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে। এ তথ্য ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আজ লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ পয়েন্টে, আর ‘ডিএস-৩০’ সূচক ৩২ দশমিক ৪৭ পয়েন্ট বাড়িয়ে পৌঁছেছে ২ হাজার ১১ পয়েন্টে।

এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪১৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারদর।