
১২ কোম্পানীর বাের্ড সভার তারিখ ঘোষণা
- ২১ জুলাই ২০২৫, ১৭:৩৩

বিনিয়োগকারীদের জন্য কিছুটা সুখবর নিয়ে আসছে ১২ কোম্পানী। শেয়ারবাজারে তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানগুলো তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
একই সভায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, লিন্ডে বিডি, সিঙ্গার বিডি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
নিম্নে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ জানানো হলো-
২৪ জুলাই
সিঙ্গার বিডির বিকাল ৩টায়
প্রভাতী ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়
লিন্ডে বিডির বিকাল সাড়ে ৩টায়
ফারইস্ট ফাইন্যান্সের বিকার সাড়ে ৩টায়
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বিকার ৪টায়
২৬ জুলাই
নিটল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়
২৭ জুলাই
ইউনিয়ন ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়
পাইওনিয়র ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়
২৮ জুলাই
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়
৩০ জুলাই
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৪টায়
৩১ জুলাই
এবি ব্যাংকের বিকাল ৩টায়