
এত মৃত্যু, তবুও পরীক্ষা?
- ২২ জুলাই ২০২৫, ০১:৫৫

একদিকে রাষ্ট্রীয় শোক, অন্যদিকে সন্তানের লাশ নিয়ে শোকের মাতম। এরই মধ্যে কলিজার টুকরো সন্তানের সন্ধান চেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দ্বিগবিদিক ছুটোছুটি। এমন পরিস্থিতিতেও আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিবাবকসহ গোটা দেশের মানুষ।
সাধারণ মানুষের প্রশ্ন, এমন একটি জাতীয় দূর্যোগে কোন যুক্তিতে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার? সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কি কোনো বোধশক্তি নাই? নাকি তারা ভিনগ্রহের কোনো প্রাণী?
যদি তাই না হয় তাহলে আজ যে সময়ে পরীক্ষার টেবিলে বসবে শিক্ষার্থীরা, সে সময়েও হয়তো কোনো সহপাঠীর দু:সংবাদ প্রচার পেতে পারে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে। কারণ মাইলস্টােন কলেজের শিক্ষার্থীরাও এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
এদিকে মাইলস্টােন কলেজের এইচএসসি পরীক্ষার্থী রুবাইয়ের মা এই বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এখন প্রশ্ন হচ্ছে সে (রুবাই) কি তার মায়ের দাফন করবে, নাকি পরীক্ষায় বসবে? এমন আরো অনেক তথ্যই এখনো অজানা রয়েছে।
গতকাল উত্তরার মাইলস্টােন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুলটির শিক্ষিকা মাহরিন চৌধুরীসহ কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এমতাবস্তায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে এমন পরিস্থিতেও আজকের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময়ে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে — রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
এর আগে, গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর গত ১৭ জুলাই কারফিউয়ের কারণে গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
এদিকে আজকের পরীক্ষা পেছানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বোচ্ছার শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, শোকাহত সচেতন মহল থেকেও আজকের পরীক্ষা পেছানোর জোর দাবি জানিয়েছে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।