
আজ থেকে শাহজালালে প্রবেশে নতুন নিয়ম
- ২৭ জুলাই ২০২৫, ১৩:৩৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে এখন থেকে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।এমন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার (২৭ জুলাই) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে বলা হয়, আজ রোববার হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।