
প্রাণে বাঁচলেন ১৭৩ বিমানযাত্রী
- ২৭ জুলাই ২০২৫, ১৫:১৯

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানের প্রস্তুতিকালে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ১৭৩ জন যাত্রী নিয়ে মায়ামির উদ্দেশে উড়তে যাচ্ছিল ফ্লাইট নম্বর ৩০২৩। তবে ঠিক উড়ানোর আগে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।
বিমানটি উড়ার চেষ্টা করতেই হঠাৎ আগুন ধরে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার ককপিটে সতর্কবার্তা পাঠায়—বিমানটিতে প্রচণ্ড ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। তখনই জরুরি ইভ্যাকুয়েশন শুরু করা হয়, খুলে দেওয়া হয় বিমানের স্লাইড গেট, যেখান দিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
দুর্ঘটনায় একজন যাত্রী সামান্য আহত হয়েছেন, তবে বাকিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানের বাঁ পাশের পেছনের অংশ থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে এবং যাত্রীদের অনেককে লাফিয়ে নামতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিল ডেনভারের দমকল বিভাগ। দুর্ঘটনাটি ঘটেছে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ তীব্র ঝাঁকুনির পর জানালার বাইরে তাকিয়ে তারা আগুন ও ধোঁয়া দেখতে পান, সঙ্গে সঙ্গে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের টায়ারে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
সম্প্রতি বোয়িংয়ের একের পর এক বিমানে দুর্ঘটনা আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে প্রায় ২৫০ জনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই দুর্ঘটনা।
সূত্র : এনডিটিভি