
ইসলামিক ব্যাংকিং প্রশিক্ষণ চালু করলো কমিউনিটি ব্যাংক
- ২৭ জুলাই ২০২৫, ২১:৪৮

কর্মীদের মান্নোয়নকল্পে "ইসলামিক ব্যাংকিং এবং শরিআহ্সম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)" শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকা একটি ডেডিকেটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করার কৌশলগত প্রযুুক্তির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যাংক এ কোর্সটি চালু করে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন) কাজী মোঃ ফজলুল করিম এ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন। এ সময় তিনি এই উদ্যোগ এবং এর দীর্ঘমেয়াদী তাৎপর্যের প্রশংসা করেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত আর্থিক পরিষেবার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের এই প্রশিক্ষণ বাংলাদেশে প্রকৃত শরিআহ্সম্মত ব্যাংকিং সমাধান দেওয়ার উদ্দেশ্যে একটি প্রাথমিক পদক্ষেপ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আফতাব উদ্দিন ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের প্রথম অধিবেশন পরিচালনা করেন। এ সময় তিনি শরিআহ্ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয় উদ্যোগের জন্য কমিউনিটি ব্যাংকের প্রশংসা করেন।
উল্লেখ্য, কমিউনিটি ব্যাংকের এই উদ্যোগ ইসলামী ব্যাংকিং বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রমের অভ্যন্তরীণ সক্ষমতা তৈরিতে সহযোগিতা করার পাশাপাশি শরিআহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং নীতির পরিচালনায় কার্যকরী ভূমিকা নিশ্চিত করবে।