
জাপানে শ্রম সংকট; বাংলাদেশিদের জন্য সুযোগ
- ২৮ জুলাই ২০২৫, ১৪:৪২

বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী দেশ জাপান। দেশটির রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বিএসএসএজে)-এর যৌথ উদ্যোগে 'চ্যালেঞ্জেস অ্যান্ড পটেনশিয়ালস অব জাপানিস ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট : ব্রিংগিং স্টুডেন্টস ফর্ম বাংলাদেশ'- শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই) জাপানের ওসাকা শহরে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সভাপতিত্বে প্রায় ৩০টির মতো জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এতে রাষ্ট্রদূত বলেন, জাপানের ক্রমবর্ধমান শ্রম সংকটের পরিপ্রেক্ষিতে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের বর্তমানে রয়েছে উদ্যমী ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বিশাল এক তরুণ জনগোষ্ঠী। প্রয়োজনীয় জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাপানের শ্রম ঘাটতি পূরণে ব্যবহার করা যেতে পারে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করবে।
এক্ষেত্রে জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে পারে উল্লেখ করে তিনি তাদের বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি নেওয়ার জন্য আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ বক্তব্য রাখেন। তিনি জাপানে তার অভিজ্ঞতা তুলে বেশি সংখ্যক বাংলাদেশিদের জাপানে ভাষাশিক্ষা কোর্সের ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান।
এ ছাড়া, বিএসএসএজে-এর সভাপতি নাগামাস্যু ফারুকসহ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।