বৈধ পথেই বইছে জোয়ার

রেমিট্যান্স

গত বছরের আগস্টের পর থেকেই বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়। সরকারের নানা পদক্ষেপের কারণে এই আয় বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের প্রথম ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৯ লাখ ডলার। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ২০ লাখ ডলার। 

২০২৪-২৫ অর্থবছরে বৈধ পথে বা ব্যাংকের মাধ্যমে ৩ হাজার ৪ কোটি ডলার দেশে পাঠান প্রবাসীরা। দেশের ইতিহাসে আগে কোনো অর্থবছরে এতো বেশি রেমিট্যান্স আসেনি। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক সাত চার বিলিয়ন ডলার। 

ফলে বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ।