চট্টগ্রাম বিআরটিএ'র গণশুনানি অনুষ্ঠিত

বিআরটিএ

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে বিআরটিএ'র চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়। সোমবার বিকালে চট্টগ্রাম বিআরটিএ'র নতুনপাড়াস্থ কার্যালয়ে সেবা গ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিরসনকল্পে এ শুনানীর আয়োজন করা হয়। 

এতে চট্ট মেট্রো-১, চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের বিভিন্ন সেবা কার্যক্রমের উপর আলোচনা করা হয়। শুনানীতে সভাপতিত্ব করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: মাসুদ আলম। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সত্যিকারের বৈষম্যহীন একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সড়ক পরিবহন ও তৎসংশ্লিষ্ট  সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন ।  

এ সময় বিআরটিএ'র বর্তমান সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও পরিবহন মালিক সমিতি প্রতিনিধিরা চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী জেলা সমূহে ছোট যানবাহনের আধিক্যের কারণে বড় যানবাহন তথা বাস ও মিনিবাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

শুনানীতে পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিরা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন নিয়ে অভিযোগ করেন। তারা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের করা এ আইনকে পরিবহন শ্রমিকদের জন্য চরম বৈষম্যমূলক ও কালো আইন উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ তৌহিদুল হোসেন, চট্ট মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিআরটিএ'তে আগত বিভিন্ন সেবা গ্রহীতাসহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।