মানিক মিয়ায় গ্যাসবেলুন বিষ্ফোরণ

মানিক মিয়া

প্রধান উপদেষ্টার ‘জুলাই সনদ’ ঘোষণা উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে সকাল থেকেই নেমেছে ছাত্র জনতার ঢল। তবে এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এর আগে আজ সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল নেমেছে। প্রতিকূল আবহাওয়াতেও ক্রমেই দীর্ঘ হচ্ছে জনতার স্রোত।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শুরু হলে অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। কেউ আবার নিজের সঙ্গে আনা ছাতা মেলে ধরছেন। এভাবে স্লোগানে স্লোগানে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়েছেন। কেউ আবার জুলাই সনদের ব্যাজ ধারণ করেছেন।

রবিউল নামের এক তরুণ জানান, বৃষ্টিতে আমরা থেমে যাব না। গত বছরের জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম তা বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে। প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করা সোহান বলেন, জুলাই আমাদের আত্মার প্রশ্ন। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হয়েছে।

সূচি অনুসারে, ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের বিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবে। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে।

এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা।