
তফসিল নিয়ে যা জানালেন সিইসি
- ০৬ আগস্ট ২০২৫, ২১:১১
-10613.jpg)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, "২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেজন্য ভোট গ্রহণের দিন থেকে দুই মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বুধবার (৬ আগষ্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সিইসি নাসির উদ্দিন একথা বলেন।
প্রধান উপদেষ্টা যে চিঠির প্রসঙ্গে সিইসি বলেছেন, আশাকরি খুব দ্রুত প্রধান উপদেষ্টার দপ্তর হতে সে চিঠি পেয়ে যাবো। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি।
সিইসি জানান, নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে, আগামী ৩১ আগস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি, নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, "আরেকটি বড় কাজ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের আলোকে খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। এখন খসড়া সীমানার উপর মতামত গ্রহণ চলছে।
তিনি বলেন, "রাজনৈতিক দল নিবন্ধনের কাজও দ্রুত গতিতে এগিয়ে এগিয়ে চলেছে। দল নিবন্ধনের জন্য যারা সকল কাগজপত্র জমা দিয়েছেন তাদের তথ্য যাচাই করে সঠিক পেলে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বর্তমানে তথ্য যাচাই এর কাজ চলছে।"
তিনি আরো জানান, "নির্বাচনের আগে রাজনৈতিক দল, মিডিয়া সহ সকল অংশীজনের সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন। এজন্য এক মাসের সময় নির্ধারণ করে পরিকল্পনা তৈরির কাজ চলছে।"
সিইসি নাসির উদ্দিন বলেন, "একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা লুকিয়ে কোনো কাজ করতে চাই না।"