চাঁবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত 

গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) উদ্যোগে "৩৬ জুলাই: ফ্যাসিস্টের বিরুদ্ধে জনতার প্রাথমিক বিজয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী। 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “৩৬ জুলাই তথা ৫ আগস্ট না থাকলে আমরা আজ এখানে আসতাম না। তিনি বলেন, একটি মুক্ত সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে আমাদের আদর্শ শিক্ষক ও ভালো মানুষ হয়ে উঠতে হবে।”

চাঁবিপ্রবি ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন- "তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করবেন। এটাই মহাসাফল্য। ( সূরা আস-সাফ, আয়াত ১১-১২)।

"নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর।" (সূরা আস-সাফ, আয়াত ৪)

তিনি বলেন, “যুবকরাই দেশের প্রাণশক্তি। ইতিহাসের প্রতিটি পরিবর্তনের পেছনে ছিল তাদের সাহস, আদর্শ ও আত্মত্যাগ। আজকের এই প্রজন্মকেই সত্য, ন্যায় ও মানবিকতার পতাকা তুলে ধরতে হবে—তবেই গড়ে উঠবে একটি বৈষম্যহীন বাংলাদেশ।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু জাওয়াদ এবং পবিত্র গীতার শ্লোক পাঠ করেন সৌধ সূত্রধর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইফ ও আরশি খন্দকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরেফিন আল আমিন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক রচনা প্রতিযোগিতা। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও, জুলাই শহীদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি, জাতীয় সংগীত পরিবেশন ও একটি প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।