
এবার গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
- ০৮ আগস্ট ২০২৫, ০০:০৬

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যার পর চাঁদাবাজি নিয়ে নিউজ করায় এবার গাজিপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নির্মম এ হত্যাকান্ডের শিকার সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি দোকানে প্রকাশ্য এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন।
জানা গেছে, বর্বর হত্যাকান্ডের শিকার হওয়া আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
এ সময় হঠাৎ অন্তত ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এসময় তিনি দৌড়ে বাঁচার চেষ্টা করে একটি মুদির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসী দল তখন তাকে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি বলেন, একটি বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের চাঁদাবজি নিয়ে ইঙ্গিত করে রিপোর্ট করেছিলেন তুহিন। এর জের ধরেই সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে।