দুদকের জালে এস টিভির মালিক

দুদক

এবার দুদকের জালে ফেঁসে গেলেন এস টিভি বাংলার মালিক সাইফুল কবির। ঋণ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকা আত্মসাতের অভিযোগে এস টিভি বাংলার মালিক সাইফুল কবির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসামি সাইফুল কবির খন্দকার ট্রেডিং কর্পোরেশন ও পদ্মা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজেরও মালিক। ১ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে প্রথম মামলাটি করা হয়েছে। 

এ মামলায় সাইফুল কবিরসহ ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. হাসান ফারুক, মো. রাজিব দরজি ও মুহাম্মদ রেজাউল হক রেজা। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণের বিপরীতে মর্টগেজকৃত সম্পত্তি অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখার তথ্য গোপন করেছে। সুপরিকল্পিতভাবে ঋণের বিপরীতে মর্টগেজকৃত সম্পত্তির মূল দলিল ছাড়া শুধু দলিলের সার্টিফায়েড কপি গ্রহণ করে বাংলাদেশ কমার্স ব্যাংক দিলকুশা শাখা থেকে সিসি (হাইপো) লোন ১ কোটি টাকা এবং এলটিআর লোন ৩৭ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকাসহ মোট ১ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন।

অপরদিকে ৭৫ লাখ টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়। এ মামলায় সাইফুল কবিরসহ ৩ জনকে আসামি করা হয়েছে। 

অপর আসামিরা হলেন- উত্তরা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও মো. হাসান উল মামুন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণের বিপরীতে মর্টগেজকৃত ফ্ল্যাট/সম্পত্তি অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখার তথ্য গোপন করেন। সুপরিকল্পিতভাবে ঋণের বিপরীতে মর্টগেজকৃত সম্পত্তির মূল দলিল ছাড়া শুধু দলিলের সার্টিফায়েড কপি গ্রহণ করে উত্তরা ব্যাংক সাতমসজিদ রোড শাখা থেকে সিসি (হাইপো) লোন ৭৫ লাখ টাকা ঋণ হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।

আসামিদের বিরুদ্ধে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুটি করা হয়েছে।