
ডিভিডেন্ড ঘোষণা করল আরেক কোম্পানি
- ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫
-11950.jpg)
এবার ডিভিডেন্ড ঘোষণা করল শেয়ারবাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যালস। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এর আগে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ও গ্রামীণ ওয়ান: স্কিম টু যথাক্রমে ৩.৩ শতাংশ এবং ৭.৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করে। এছাড়া