
বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- ২১ আগস্ট ২০২৫, ১১:২৬
-12128.jpg)
ফের বিনিয়োগকারীদের সতর্ক করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।
জানা গেছে, মেঘনা পেটের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, মেঘনা পেটের ১০ আগস্ট শেয়ার দর ছিল ২৪ টাকা ৭০ পয়সায়। আর ২০ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০ টাকায়। অর্থাৎ ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ২১ শতাংশ।
এর আগে বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করে সংস্থাটি।