আল-আকসা রক্ষার আহ্বান

ইসরায়েল

আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ৫৬তম বার্ষিকীতে প্রতিরক্ষার আহ্বান জানাল ফিলিস্তিনি প্রতিরোধ আনোদালন হামাস। ১৯৬৯ সালে মসজিদটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনার ৫৬তম বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছে হামাস।

উল্লেখ্য, ওই হামলা চালিয়েছিল ইসরায়েলে বসবাসকারী এক অস্ট্রেলীয় খ্রিস্টান, যিনি দাবি করেছিলেন, তিনি চান সেখানে ইসরায়েলের উপাসনালয় (টেম্পল) নির্মাণ করা হোক।

হামাস তাদের বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরায়েল আল-আকসা মসজিদের "ইসলামি পরিচয় মুছে ফেলার" যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা এখনো চলমান।

বিবৃতিতে হামাস জানায়, "জেরুজালেম শহর ও আল-আকসা মসজিদ আমাদের জাতির সংহতি, প্রতিরোধ এবং ঐক্যের প্রতীক হিসেবে থাকবে। ইহুদি দখলদারিত্ব থেকে তা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এর পবিত্রতা রক্ষা ও এর রক্ষকদের প্রতি সংহতি জানিয়ে যাব।"

সংগঠনটি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীর থেকে আল-আকসায় গিয়ে সেখানে অবস্থান নেয় এবং মসজিদ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখে। 

হামাস আরও জানিয়েছে, "তাদের উচিত চরমপন্থীদের মসজিদে অনুপ্রবেশ ও অমর্যাদা করার সব প্রচেষ্টা প্রতিহত করা এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।"

সূত্র: আল জাজিরা