সুখবর দিল সৌদি

সৌদি

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। দেশটির সরকার শিগগিরই বিদেশি কর্মীদের জন্য স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় (সেভিংস) কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্টিকেল IV কনসালটেশন প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে সৌদি আরবের অর্থভিত্তিক দৈনিক আল ইকতিসাদিয়া এ খবর প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি গেজেটও।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো—সাধারণ মানুষের গৃহস্থালী সঞ্চয় বাড়ানো এবং বিদেশে পাঠানো রেমিট্যান্সের প্রবাহ আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা। জনসাধারণের জন্য এই স্কিম খুব শিগগিরই উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো আয় গত বছর ১৪ শতাংশ বেড়ে ১৪৪.২ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩৮.৪ বিলিয়ন ডলার) হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪৩ ট্রিলিয়ন রিয়াল।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরবের সামাজিক বীমা ব্যবস্থার আওতায় ১২.৮ মিলিয়ন গ্রাহক ছিলেন, যার মধ্যে ৭৭ শতাংশই ছিলেন প্রবাসী কর্মী।

আইএমএফ-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে সৌদি সরকার যে পেনশন সংস্কার বাস্তবায়ন করেছে, তা দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংস্কারের আওতায় অবসরের বয়স বাড়ানো এবং পেনশন সুবিধায় কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

আসন্ন ভলান্টিয়ারি পেনশন ও সেভিংস প্রোগ্রাম শুধু সৌদি নাগরিকদের জন্যই নয়, বরং প্রবাসীরাও এতে অংশগ্রহণ করতে পারবেন—এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিশ্লেষকরা ও প্রবাসী সমাজ।