
আজ থেকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন
- ২৪ আগস্ট ২০২৫, ১০:০৫

রোহিঙ্গা সংকট নিরসনে আজ রবিবার (২৪ আগস্ট) থেকে কক্সবাজারের উখিয়ায় শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের প্রথম দুদিন পাঁচটি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।
এদিকে, সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নিরাপত্তা থাকছে র্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।