
‘ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা’
- ২৪ আগস্ট ২০২৫, ১৫:৩৪
-12434.jpg)
একাত্তর ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ৭১’র গণহত্যার ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ৩টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। তবে ৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে, ইসহাক দারের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা।
আজ রবিবার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে টাকা-পয়সার ব্যাপারে একটা সমাধান হোক। এছাড়া বাংলাদেশে যে গণহত্যা হয়েছে এটার জন্য পাকিস্তান দুঃখপ্রকাশ করে ও মাফ চায়।
৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার
তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় দুই দেশ। ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।
এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মাধ্যমে তা সমাধান হয়।