
আজ ব্লকে যত লেনদেন
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:১৭
-12620.jpg)
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি-এর ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ১ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১ কোটি ১২ লাখ ১১ হাজার এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ পিএলসি’র ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।