
বেকারদের জন্য সুখবর
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:২৩

দেশের বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ লক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নীতিমালার আওতায় উদ্যোক্তা হতে আগ্রহী যুবকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা, কর ও শুল্কে ছাড় এবং রপ্তানিমুখী উদ্যোগে প্রণোদনা পাবেন। এ ছাড়া থাকবে প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং আলাদা সহায়ক কাঠামো গঠনের উদ্যোগ।
নীতিমালার প্রধান লক্ষ্য:
বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া
প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির সহায়তা
স্টার্টআপ ও উদ্ভাবনী প্রকল্পে পৃষ্ঠপোষকতা
নতুন কর্মসংস্থান সৃষ্টি
অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা
সহায়তার আওতায় যা থাকবে:
সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা
কর ও শুল্কে বিশেষ ছাড়
রপ্তানিমুখী কার্যক্রমে প্রণোদনা
প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা
উদ্যোক্তাদের জন্য সহায়ক কাঠামো প্রতিষ্ঠা
এই নীতিমালাটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশে প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি সহায়তা ইউনিট স্থাপন করা হবে, যাতে যুব সমাজ প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ যুব সমাজের মাঝে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা তরুণদের জন্য এটি হতে পারে এক বড় সুযোগ।