আরেক কোম্পানির ব্যাপারে ডিএসই’র সতর্কতা

ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি বিকন ফার্মার ব্যাপারে সতর্ক করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ডিএসই। এজন্য কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই।

জানা গেছে, বিকন ফার্মার শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, বিকন ফার্মার ১২ আগস্ট শেয়ার দর ছিল ১০৬ টাকা ৭০ পয়সায়। আর ২৬ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩৪ টাকা ৮০ পয়সা বা ৩৩ শতাংশ।

এর আগে মাগুরা কমপ্লেক্স পিএলসি, মনোস্পুল বাংলাদেশ পিএলসি এবং ইনটেক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্কতা জারি করে ডিএসই।