
ডিভিডেন্ড ঘোষণা করল আরেক প্রতিষ্ঠান
- ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮
-10152.jpg)
ডিভিডেন্ড ঘোষণা করল শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক প্রতিষ্ঠান। ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
আগামী ০৩ নভেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। কোম্পানির সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ডিভিডেন্ড ঘোষণা করে ইসলামী ব্যাংক। অবশ্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করে। এরপর ডিভিডেন্ড ঘোষণা করে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটির মুনাফায় ব্যাপক ভাটা পড়েছে। এতে কোম্পানির পর্ষদ আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবারের মতো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করতে যাচ্ছে ব্যাংকটি।