ইঙ্গিতপূর্ণ পোস্ট, আলোচনায় পরীমণি

পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। সিনেমার বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় থাকেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেই পোস্ট ঘিরে আবার নতুন আলোচনায় এসেছেন মিডিয়া পাড়ায়।

পোস্টে পরীমনি লেখেন—‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকে ধারণা করছেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। কারণ সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সেখানে কেক কাটা ও বক্তব্য দেওয়ার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। অথচ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।