ডিএসই’র সতর্কতা

ডিএসই

ফের সতর্কতা জারি করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি কমের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে, বিডি কমের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, বিডি কমের ১৭ আগস্ট শেয়ার দর ছিল ১৭ টাকা ০৮ পয়সায়। আর ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩ পয়সায়। অর্থাৎ ১৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ২২ পয়সা বা ৯৫ শতাংশ।

এর আগে শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির ফলে গত বুধবার (০৩ সেপ্টেম্বর) চার কোম্পানির ব্যাপারে সতর্কতা জারি করে ডিএসই। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেড।