নির্বাচনের ডেডলাইন নিয়ে কী বললেন হাসনাত?

হাসনাত

নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে। একটি মহল বলছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট করে বলছি, নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আগামীকাল নির্বাচন দেন কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা। 

হাসনাত বলেন, বিগত ৫০ বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে। চুরি চামারি বন্ধ হয় নাই। ভোট ডাকাতি বন্ধ হয় নাই। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে উঠানে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আগে গণতন্ত্রের সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে। আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ নাও করি তারপরও নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় আমরা সেটার নিশ্চিয়তা চাই। 

তিনি বলেন, আপনারা ইতোপূর্বে একটি দলের নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন। তারা তাদের প্রতীকে ভোট না দিলে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এমন হুমকি দিচ্ছে। ব্যালটে তাদের প্রতীক না থাকলে প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপাবে ঘোষণা দিচ্ছে। তাদের এমন অদ্ভুত বক্তব্য শোনার পর মানুষ নির্বাচন থেকে আগ্রহ হারাচ্ছে। 

এনসিপির এই নেতা বলেন, পেশিশক্তির রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের ভোটাধিকার লুট করা বন্ধ করতে হবে। আমরা নেতার পরিবর্তন চাই না। আমরা নীতির পরিবর্তন চাই। আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চাই। এক্ষেত্রে প্রশাসন ও মিডিয়াকে ঠিক করতে হবে। 

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক প্রমুখ।