এনবিআরে বদলির রেকর্ড

এনবিআর

কিছুদিন শান্ত থাকার পর আবারও বদলি আতংক শুরু হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। মঙ্গলবার রাষ্ট্রীয় এ সংস্থাটির  সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বদলির ঘটনা ঘটেছে। এদিন পৃথক দুটি চিঠিতেই ৫৫৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

জানা গেছে, এনবিআর সংস্কার আন্দোলনের রেশ ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পৃথক দু’টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে।