২টি পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ

ভারত

বিভিন্ন দাবি-দাওয়া ও বিক্ষোভ প্রদর্শনে সড়ক অবরোধের চিত্র স্বাভাবিক ঘটনা। সরকার বা কর্তৃপক্ষের কাছে দাবি আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এমন পথ বেছে নেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। দুটি পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলগাপ্পা বা পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী। তার দাবি, ২০ টাকার বিনিময়ে ছয়টা পুরি পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি। এ জন্য সড়ক অবরোধ করেন তিনি। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদারা এলাকায়।

গালফ নিউজ জানিয়েছে, চোখের সামনে প্রতারণা হচ্ছে ভেবে ওই নারী রাস্তার মাঝখানে বসে পড়েন এবং জোর গলায় দাবি করেন, ২০ টাকায় ৬টা পুরি চাই — তার কম হলে চলবে না! তার এমন আচরণে পথচারীরা প্রথমে অবাক হয়ে যান। এমনকি তারা মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এ সময় তার অবরোধের কারণে যানজট লেগে যায়, গাড়িচালকরা ওই নারীকে এড়িয়ে চলতে বাধ্য হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয় — ওই নারী কেঁদে ফেলেন এবং অনড়ভাবে নিজের দাবি জারি রাখেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ‘গোলগাপ্পা আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শেষ হয়। তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত ওই নারীকে সরিয়ে দেওয়া হলেও তিনি তার চাহিদামতো পুরি পেয়েছেন কিনা তা জানা যায়নি।