ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান

ফিলিস্তিন

আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এ আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সানচেজ বলেন, সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়; বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।

সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে।

বামপন্থি এ স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। স্পেন এরই মধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

তবে এ অবস্থানের কারণে মাদ্রিদ-তেল আবিব কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেন। এর জবাবে স্পেন সরকার মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি শীর্ষ কূটনীতিককে তলব করে।